ঢাকায় টাস্কফোর্সের সভায় বিভিন্ন ব্যাটারি চালিত পরিবহন বন্ধ করার প্রতিবাদে কুড়িগ্রামে ‘রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার দুপুরে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এরপর সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সভাপতি আবদার হোসেন বুলু, সদস্য সচিব এডভোকেট মোসলেহ উদ্দিন, হারুন অর রশীদ, আলেপ উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন