কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে টেকনাফ থানা পুলিশ প্রতিনিয়ত, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন মামালার ওয়ারেন্টভূক্ত পালাতক আসামিদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, 'গ্রেফতারকৃত আসামীদের আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির