ময়মনসিংহের ফুলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বন্যার সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫ কেজি করে ৫০০ জন কৃষকের মাঝে এসব বীজধান বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন