নেত্রকোনার মদনে পানিতে ডুবে আমেনা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে আমেনার মৃত্যু হয়।
শিশু আমেনা উপজেলার চানগাঁও ইউনিয়নে রত্নপুর গ্রামের জহুর আমিনের মেয়ে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, আমেনা বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, পানিতে ডুবে আমেনা নামের এক শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা