২৭ জুলাই, ২০২১ ১৩:১৮

শরীয়তপুরে ১৮ দোকান আগুনে পুড়ে ছাই

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ১৮ দোকান আগুনে পুড়ে ছাই

শরীয়তপুরের ভেদরগঞ্জে আগুনে পুড়ে ১৮ টি দোকান ছাই হয়ে গেছে। সোমবার ভোর রাত ৪টার দিকে ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে এ ঘটনা ঘটে। 

শরীয়তপুরের ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, ‘খবর পেয়ে রাত ৪টার দিকে ফায়ার সার্ভিস সদর ও ডামুড্যা উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  

বালার বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘বাজারের ১৮টি দোকান আগুনে পুড়ে গেছে। গভীর রাতে আগুন লাগার কারণে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।  

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর