করোনাকালীন সময়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসাবে চাল, আটা বিতরণ করেছে ফরিদপুর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলায় বিএনপির তরফ থেকে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের পূর্ব খাবাসপুরস্থ লঞ্চঘাট এলাকায় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওবায়দুল কাদের, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, রুকসুর সাবেক ভিপি মো. ইউসুফ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সাধারষ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুবদল নেতা ফুয়াদ হায়াত খান, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন সনেট, অনিক খান জিতু প্রমুখ।
জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একে এম কিবরিয়া স্বপন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি নেত্রী নায়াব ইউসুফের সহযোগীতায় ফরিদপুরে করোনাকালীন সময়ে কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। ফরিদপুর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিএনপির এ খাদ্য সহায়তা কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/আল আমীন