যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি - ডিআইএ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুসকে হঠাৎ করেই চাকরিচ্যুত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর বিবিসির।
শুক্রবার পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, জেফরি ক্রুসসহ আরও দুই শীর্ষ সামরিক কর্মকর্তা নেভি রিজার্ভের প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যানসি লাকোর এবং নেভি স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডসকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পেন্টাগনের বিবৃতিতে কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সময় ও প্রেক্ষাপট ইঙ্গিত দিচ্ছে, সম্প্রতি ডিআইএর এক গোপন পর্যালোচনাই হয়তো এর পেছনে বড় ভূমিকা রেখেছে।
ডিআইএর সাম্প্রতিক এক মূল্যায়নে উল্লেখ করা হয়, জুনে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় প্রকল্পগুলো মাত্র কয়েক মাসের জন্য ব্যাহত হয়েছে। এর মানে, ইরানের পরমাণু কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি। এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক, যেখানে তিনি বলেছিলেন,“পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।”
ডিআইএর রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিষয়টি মার্কিন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। অনেকে মনে করছেন, এই মূল্যায়নের কারণে হোয়াইট হাউসের অস্বস্তি তৈরি হয় এবং তারই জের ধরে জেফরি ক্রুসের পদ হারানোর ঘটনা ঘটে।
জেফরি ক্রুস ২০২৪ সালের শুরু থেকে ডিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি জাতীয় গোয়েন্দা পরিচালকের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ডিআইএ থেকে একইসঙ্গে আরও দুই কর্মকর্তা ছাঁটাই হওয়ায় সামরিক বাহিনীর ভেতরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস সিকিউ ব্রাউনকে কোনো ব্যাখ্যা ছাড়াই অপসারণ করা হয়েছিল।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে নিজের পছন্দ অনুযায়ী সামরিক বাহিনীর শীর্ষ পদগুলোতে নেতৃত্ব বেছে নিচ্ছেন। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
তবে ডেমোক্র্যাট নেতারা একে দেখছেন ভিন্নভাবে। তাঁদের অভিযোগ, দেশটির ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ সামরিক বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/মুসা