হবিগঞ্জ জেলার ৩১ সাংবাদিক পেয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রণোদনা। করোনা পরিস্থিতিতে প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ উপলক্ষে সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী। বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী।
পরে প্রধান অতিথি সাংবাদিকদের হাতে প্রণোদনার চেক তুলে দেন। এর আগে প্রথম দফায় হবিগঞ্জের আরও ২৬ জন সাংবাদিক প্রণোদনার চেক পান।
বিডি প্রতিদিন/এমআই