কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই শিশুর নাম হামিদা খাতুন (৭)। সে ওই গ্রামের মজিবুর রহমানের মেয়ে। আজ উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, শিশু হামিদা খাতুন ও তার প্রতিবেশী কয়েকজন খেলার সাথীসহ তাদের বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।
এ সময় তার সাথে গোসলে নামা শিশু হুসাইনকে ডুবতে দেখে প্রতিবেশী লাবনী তাকে তুলতে গেলে হুসাইন জানায়, হামিদা পানিতে ডুবে গেছে। এরপর সন্ধ্যার আগে তার লাশ তার স্বজনরা উদ্ধার করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন