২১ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১৮

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে 
বীজ ও রাসায়নিক সার বিতরণ

হাকিমপুরে উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে পাটবীজ, গ্রীষ্মকালীন পিয়াজ ও মাসকালাই বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে ১৩০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।

এদের মধ্যে ৯০ জনকে কৃষককে ১ কেজি করে পিয়াজের বীজ, ২০ জন কৃষককে হাফ কেজি করে পাটবীজ এবং ২০ জনকে ৫ কেজি করে মাসকালাই বীজসহ ইউরিয়া, ডেব ও এমওপি সার দেওয়া হয়।

বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ বেগমসহ আরো অনেকে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর