ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে। মানুষরের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার আইন করেছে। সে আলোকে দেশের যে কোনো নাগরিক তথ্য চাইলে সরকারি-বেসরকারি যে কোনো নাগরিক তা দিতে বাধ্য থাকবে।
জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তররর উপ-পরিচালক সাইফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ইউসুফ আলী, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির। সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, দিলদার হোসেন স্বপন, আতিয়ার সজল, সমির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা আরো বলেন, সকল স্তরের নাগরিক যদি যথাযথভাবে সচেতন হন তাহলে তথ্য অধিকার নিশ্চিত হবে। তথ্য দিলে এবং তা প্রচার হলে তা আমাদের সমাজের জন্যই ইতিবাচক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন