শিরোনাম
১৭ অক্টোবর, ২০২১ ২১:৫৯

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা !

নোয়াখালী প্রতিনিধি:

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা !

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জোবায়েরের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। 

চর আমান উল্যাহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. গোফরান উদ্দিন ও স্থানীয়রা জানান, রবিবার ভোর রাতের দিকে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তে অপরাধীকে চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

মৎস্য খামারি মো. জোবায়ের হোসেন জামরুল বলেন, পার্শ্ববর্তী মিয়া ডুবাইওয়ালার বাড়ির দরজায় একটি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়েছি। বিভিন্ন প্রজাতের মাছ চাষ করেছি। পার্শ্ববর্তী বাড়ির মো. দেলোয়ার হোসেন রুবেল, টিপু সুলতান, আনোয়ার হোসেনসহ মুকবুল আহম্মদের সাথে দীর্ঘদিন পারিবারিক কলেহ রয়েছে। গত কয়েক মাস পূর্বে বিদ্যুতের খুঁটি নিয়ে তাদের সাথে বাকবিতন্ডা হয়েছে। ধারণা করা হচ্ছে, হয়ত তারা বিষ ঢেলে নিধন করেছে। পুকুরের পাড়ে একটি বিষাক্ত সরঞ্জাম মিশানোর পলিথিন পাওয়া গেছে। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর