ফরিদপুরের বোয়ালমারীতে দেবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভাবি। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রাজন ফকিরকে (২৪) গ্রেফতার করেছে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচ সন্তানের জননী ওই গৃহবধূকে (৩০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজন রুপাপাত ইউনিয়নের সূর্যোগ এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত রাজনকে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর রাতে ওই গৃহবধূর স্বামী কাটাগড় মাজারে গান শুনতে যায়। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গৃহবধূ (৩০) তার বসতঘরে ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে রাজন ফকির গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। সকালে তার স্বামী বাড়িতে ফিরলে সব ঘটনা খুলে বলে। এ ঘটনায় রবিবার রাতে ভাবি বাদী হয়ে দেবর রাজন ফকিরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা করেন। পুলিশ রাজন ফকিরকে (২৪) গ্রেফতার করেছে।
বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মামলার পর অভিযুক্ত রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে এবং ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম