ফরিদপুরের বোয়ালমারীতে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সস্প্রচার করা হয়। 'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' প্রতিপাদ্যের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা