আশুলিয়ায় মধ্যরাতে ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধ বাবা। ছেলের বটির আঘাতে গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে এখনো পলাতক ছেলে আফাজ উদ্দিন। সোমবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার জিরানী কোণাপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন বৃদ্ধ নূর মোহাম্মদ। নিহত নূর মোহাম্মদের সাত মেয়ে ও এক ছেলে আফাজ উদ্দিন।
নিহতের জামাই শাখাওয়াত হোসেন বলেন, গতকাল রাতে খবর পেয়ে এনাম মেডিকেল হাসপাতালে গিয়ে আমার শ্বশুরকে মৃত অবস্থায় পাই। ওনার ছেলে অনেক দিন ধরেই মানসিক রোগে ভুগছেন। তার চিকিৎসা চলছে। শুনেছি, গতকাল রাতে ছেলে আফাজ তার বাবার কক্ষে ঘুমাতে যায়। পরে রাত ২টার দিকে বটি দিয়ে আমার শ্বশুরের ঘাড়ে কোপ দিয়ে জখম করে আফাজ। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বাবার হাতে ছেলে খুনের ঘটনা নিশ্চিত করেন। তবে এর বেশি কিছু তিনি বলতে পারেননি।
ঘটনাস্থল পরিদর্শনকারী আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদকে এ বিষয়ে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ