২৩ অক্টোবর, ২০২১ ২১:২৫

মেহেন্দিগঞ্জে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেহেন্দিগঞ্জে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে বাজিতখান গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার উত্তরপাড়া গ্রামের উল্লেখিত সড়কের পাশে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক সবুজ হাওলাদার ও মো. খালেদ হোসেনসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, বর্ষার সময় উত্তরপাড়া গ্রাম থেকে বাজিতখান গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার সড়ক হাটু পানিতে ডুবে থাকে। এ সময় কাঁদা মারিয়ে স্থানীয় জনগণকে চলাচল করতে হয়। উত্তরপাড়া গ্রামে বউডুবা চর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দরিরচর খাজুরিয়া প্রাথমিক বিদ্যালয় এবং আশপাশের মাধ্যমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী কর্দমাক্ত সড়ক দিয়ে পায়ে হেটে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এতে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। এছাড়া কর্দমাক্ত সড়কে ভাড়ায় চালিত মোটর সাইকেল এবং ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারেন না। বক্তারা স্থানীয় জনগণের চলাচলের স্বার্থে অবিলম্বে উত্তরপাড়া গ্রাম থেকে বাজিতখান গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার সড়ক পাকাকরণের দাবি জানান।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর