২৬ অক্টোবর, ২০২১ ২০:০৫

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত পাহাড়াদার উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত পাহাড়াদার উদ্ধার

উদ্ধার রোহিঙ্গা পাহাড়াদার মো. আব্দুল্লাহ।

কক্সবাজারে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত রোহিঙ্গা পাহাড়াদার মো. আব্দুল্লাহকে (২৪) উদ্ধার করেছে। উদ্ধার রোহিঙ্গা ওই ক্যাম্পের ব্লক-ডি/৪ (ঘর নম্বর-১৪৮)-এর বাসিন্দা আলী জোহারের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং-২২ ক্যাম্পের রোহিঙ্গা ভলান্টিয়ার মো. আব্দুল্লাহকে পাহাড়ারত অবস্থায় স্থানীয় শাহ আলমসহ অজ্ঞাতনামা ৪/৫ জন অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনরা এপিবিএন পুলিশকে অবহিত করে। ঘটনার পর থেকে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে ক্যাম্পের ডি-ব্লক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত মো. আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিমকে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর