বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, চিকিৎসকদের নমুনা ওষুধ ও অবৈধ ওষুধ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজর টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রম্যমাণ আদালত।
বুধবার বেলা ৩টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে ভাই ভাই ফার্মেসিতে অভিযান চালিয়ে অর্থদণ্ড দেন।
এ সময় ওই ফার্মেসিতে বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও কয়েক প্রকারের অবৈধ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/এএ