নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়ক নির্মাণ কাজের শ্রমিক মাহবুব আলীর (২৭) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের সুর্বণখুলি গ্রামে ঘটনাটি ঘটে। সে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারী-সৈয়দপুর সড়কে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মাহবুব আলী। সদর উপজেলার ওই স্থানে পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যৎস্পৃষ্টে গুরুত্বর অসুস্থ হন। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার গোলাম কিবরিয়া বলেন,‘হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।’
নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এএম