২৯ নভেম্বর, ২০২১ ১৬:০১

নৌকা পেল মাত্র ১০২ ভোট, জামানত বাজেয়াপ্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

নৌকা পেল মাত্র ১০২ ভোট, জামানত বাজেয়াপ্ত

সমীর কুমার দে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দে মাত্র ১০২ ভোট পেয়ে সর্বনিম্ন ভোটের রেকর্ড সৃষ্টি করেছেন। এতে আইনানুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে। 

সমীর কুমার দে বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বেলগাছি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯০। এ ইউনিয়নে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রদানকৃত বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬৭৫। এর মধ্যে বিজয়ী প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৪৮৩। নির্বাচনে নৌকার প্রার্থী সমীর কুমার দে পেয়েছেন মাত্র ১০২ ভোট।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস জানান, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে নির্বাচনী আইনে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দের জামানত বাজেয়াপ্ত হবে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর