ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও চালকদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ফেরিঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর ৫টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে। আটকে পড়া যানবাহনগুলোতে শতাধিক যাত্রীবাহী বাস রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে তিন দিন পর্যন্ত।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, তিন ঘণ্টা বন্ধ থাকার পর ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর