কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন পাখি উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধারকৃত শকুনটি অসুস্থ থাকায় অবমুক্ত না করে কুড়িগ্রাম জেলা বনবিভাগে তা প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা মো. নবীর উদ্দিন।
তিনি জানান, সোমবার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা এলাকার (আমতলা) বাজার সংলগ্ন মাঠ থেকে ধান শুকানো জালে উড়ে আসা শকুন এসে আটকে পড়ে। পরে সেখান থেকে শকুনটি আহম্মদ আলী নামে এক ব্যক্তি উদ্ধার করে কুটিচন্দ্রখানা গ্রামে নিজ বাড়ীতে নিয়ে আসেন। পরে মুহুর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শকুনটিকে দেখার জন্য শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ এসে ভিড় জমান।
খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা বিলুপ্ত প্রায় প্রজাতির ওই শকুনটি উদ্ধার করে কুড়িগ্রাম বনবিভাগে প্রেরণ করে। এরপর জেলা বনবিভাগ সেটি মঙ্গলবার দুপুরে দিনাজপুরের সিংড়ায় অবমুক্ত করার জন্য প্রেরণ করে। স্থানীয় আব্দুল আজিজ মজনু জানান, ১৫ থেকে ২০ বছর আগে আমাদের এলাকায় শকুন দেখা যেত। এখন আর আগের মতো এ বিরল প্রজাতির শকুনগুলো দেখা যায় না। অনেক বছর পর আবার এ শকুনটি চোখে পড়ল। বলতে গেলে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এই শকুন।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা বন মো.কর্মকর্তা নবীর উদ্দিন জানান, সংবাদ পেয়ে শকুনটি উদ্ধার করে কুড়িগ্রাম বনবিভাগে পাঠানোর ব্যবস্থা করি। তবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এটি উদ্ধা করা হয়। ধারনা করা হচ্ছে এটি ভারত থেকে এসেছে।
কুড়িগ্রাম জেলা বন বিভাগের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ভারত সীমান্তঘেষা ফুলবাড়ী উপজেলা থেকে এ শকুনটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শকুনটি সুস্থ রয়েছে। এটি দিনাজপুর জেলার সিংড়ায় এলাকায় নেয়া হয় এবং সেখানেই অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম