বগুড়ার শেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার পর শেরপুর ডিজে হাইস্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন পার্টির কেন্দ্রীয় ও জেলার নেতারা।
উপজেলা কমিটির কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান।
তিনি তার বক্তৃতায় বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। এছাড়া দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বাড়ায় উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, এটি মোকাবিলায় বর্তমান সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। নইলে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।
সম্মেলনে অন্যদের মধ্যে জেলা কমিটির সদস্য মতিয়ার রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাদ্দাম হোসেন, স্থানীয় উপজেলা কমিটির নেতা শ্রী-কান্ত মাহাতো, নিমাই ঘোষ, মাকছুদা বেগম, বিশ্বনাথ দেব প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই