বিশ্ব উষ্ণায়ন কমানোসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতিসংঘ বরাবর ৬ দফা দাবি তুলেছেন কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার মানুষ। তাঁরা মানববন্ধন, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করেছেন।
সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি এলাকার খেজুরতলায় গ্রাম্য ভাঙা রাস্তার ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই প্রত্যন্ত গ্রামে ইংরেজিতে লেখা ব্যানার নিয়ে পৃথিবীকে বাঁচানোর প্রত্যয়ে দাঁড়িয়ে পড়েন নারী-পুরুষ সহ এলাকার কয়েকশ মানুষ। ব্যানারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেজ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। ইংরেজীতে লেখা পরিবেশ সুরক্ষার নানান দাবি সম্বলিত কাগজ ছিলো সবার হাতে।
স্থানীয় প্রভাতী ক্যাডেট স্কুল ও সেভ ওয়ার্ল্ড সংগঠন এ আয়োজন করে। বিশ্ব উষ্ণায়ন কমানো, বৃক্ষরোপণ, বিপন্ন প্রাণী সুরক্ষা, প্লাস্টিক ও শিল্প বর্জ্য থেকে রক্ষার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন এর আয়োজক মো. সাকিবুল হাসান।
পরে আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজন উপলক্ষ্যে ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন