গাজীপুরের কালিয়াকৈরে দুই দিনব্যাপী শিশু মেলা উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা হল রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় চারটি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার মধ্যে সফিপুর ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, গাজীপুর তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এএ