বগুড়ার শাজাহানপুরে শফিকুল ইসলাম (৩৬) নামের এক সেলুন কর্মীর (নাপিত) লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার শাকপালা গোয়াল গাড়ি এলাকার পরিত্যক্ত পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। শফিকুল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত বাচ্চু সরকারের ছেলে। তিনি প্রায় ১২ বছর ধরে শাকপালা গোহাইল গাড়ির এলাকায় পরিবারসহ বসবাসের পাশাপাশি স্থানীয় একটি সেলুনে নাপিতের কাজ করতেন।
স্থানীয়রা জানান, শাকপালা গোহাইল গাড়ি গ্রামে বাঁশঝাড় পাশে পুকুরে নাড়ীভুড়ি বের হওয়া অর্ধগলিত একটি লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে শফিকুলের লাশ উদ্ধার করে।
শাহজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, শফিকুল ২-৩ দিন থেকে নিখোঁজ ছিলেন। তবে পরিবার থেকে নিখোঁজের বিষয়ে কোন অভিযোগ তখন আমরা পাইনি। নিহতের গলা ও পেটে ক্ষত চিহ্ন আছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ