উপকূলীয় জেলা বরগুনায় আজ সকাল থেকে অশনির প্রভাবে কখনো গুড়িগুড়ি আবার ভারি বৃষ্টি দেখা দিয়েছে। কখনো রোদের ঝলকানিও দেখা গেছে।
বৃষ্টির সাথে বইছে ঠাণ্ডা দমকা হাওয়া।নদীতে জোয়ারের পানি স্বাভাবিক সীমায় রয়েছে। মঙ্গলবারের চেয়ে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত কম হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, মূগ ডাল ৮০ ভাগ মাঠ থেকে তোলা হয়েছে। ২০ ভাগ জমিতে জলাবদ্ধতা সৃষ্টি না হলে ক্ষতির আশঙ্কা নেই। তরমুজের ক্ষেত্রেও একই অবস্থা তারা বলছেন, ৮০ চাষী তরমুজ বিক্রি করে দেওয়ায় ক্ষেতে ২০ ভাগ তরমুজ থাকতে পারে। অনেকে তরমুজ কিনে ক্ষেতে স্তুপ করে রাখায় ঐ তরমুজের বৃষ্টিতে ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান।
তবে বাদাম এবং তিল জাতীয় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে যদি বৃষ্টি অব্যাহত থাকে। বরগুনা জেলায় চলতি মৌসুমী বাদাম এবং তিলের চাষ কম হয়েছে। বাদাম চাষ হয়েছে মাত্র ৮৮৬ হেক্টর জমিতে এবং তিল চাষ হয়েছে মাত্র ৮০ হেক্টর জমিতে।
বিডি প্রতিদিন/নাজমুল