খাগড়াছড়িতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ের অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার খাগড়াছড়ি পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে সভার আয়োজন করা হয়।
ইপসার প্রকল্প সমন্বয়ক মহিউদ্দিন মুহিনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) গোলাম মো. বাতেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়নকর্মী ও ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।
সভায় পার্বত্য চট্টগ্রামের ভৌগলিক অবস্থায় সামাজিক অসচেতনতার কারণে ঋতুস্রাব, বাল্যবিবাহ ও বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে নারী ও শিশুরা বেশি ভুক্তভোগী। পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা