জামালপুরের মেলান্দহ উপজেলায় বিনা আক্তার নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের মামা ও মামতো ভাইকে পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত বিনা আক্তার (২৩) মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত বাদশা মিয়া ওরফে মেঘা শেখে মেয়ে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বিনা আক্তার তার মামা দেলোয়ার হোসেনের ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১০টার দিকে বিনা আক্তারের নিখোঁজের খবর প্রচার করে তারা। পরে রাত ১টার দিকে বাড়ির দু’শ গজ দূরে মাদ্রাসার পাশেই রাস্তার উপর বিনা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল নিহতের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা হাজেরা বেওয়া (৬৫) এবং মামী মাকসুদা বেগম (৩৫) অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিনা আক্তারের মামা মিজানুর রহমানের প্রতিপক্ষ লাল শেখ, মুকুল, সোনাহাররা এই হত্যাকান্ড ঘটিয়েছে। তবে লাল শেখরা পাল্টা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধকে পুঁজি করে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এ ঘটনায় মাদারগঞ্জ সার্কেল এসপি সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্তে পুলিশ ও সিআইডি যৌথভাবে কাজ করছে। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিনা আক্তারের মামা মিজানুর রহমান এবং মামাত ভাই সাইদুর রহমান পুলিশ হেফাজতে নিয়েছে।
সার্কেল এসপি সজল কুমার সরকার জানান, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধেই আমাদের হাতে অনেক কিছুই চলে আসছে। যা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এএ