ফেনীতে ২০ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মহিপাল মহিপাল হাজী নজির আহম্মেদ সিএনজি পাম্প এর সামনে থেকে গাঁজা ও মদসহ দুজনকে আটক করা হয়।
র্যাব -৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চেক পোস্ট বসায় তারা। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানসহ ২ ব্যক্তিকে (চালকসহ) আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সীটের পিছনে লুকানো অবস্থায় ১০টি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। এ সময় কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
আটককৃতরা হলেন রাজু কুমার দে (৩৫) চট্রগ্রামের মিরসরাই থানার জয়পুর পূর্ব জোয়ার ও মোঃ মাঈন উদ্দিন (৩০) ফেনীর দাগনভুঞা থানার রাজাপুর এলাকার আবদুল মোতালেব এর ছেলে। পরে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামালসহ মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএ