ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে হুসাইন শেখ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ময়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বান্দুকগ্রামে এ ঘটনা ঘটে। হুসাইন প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
বুধবার সকালে নিজবাড়িতে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুনুর রশিদ। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ইউপি সদস্য মো. বাচ্চু শেখ জানান, মঙ্গলবার সন্ধ্যার পূর্বে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামে উকিল শেখের একমাত্র ছেলে হুসাইন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়। এ সময় নাখ ও কান দিয়ে হুসাইনের রক্ত ঝরছিলো। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক