পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে কামরুল ইসলাম (২৫) নামে এক ধান-চাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ মে) বিকেলে উপজেলার দাশুড়িয়া মোড় সংলগ্ন লতিফ বিশ্বাসের ধানের চাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা তুহিন হোসেন জানান, বিকাল ৪টা ৪৫ মিনিটে দুই রাউন্ড গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী লোকজন গিয়ে দেখতে পান কামরুল ইসলাম গুলিবদ্ধ অবস্থায় পড়ে আছেন। এসময় হেলমেট পরা এক ব্যক্তিকে মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। কামরুল ইসলামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার হাত ও বুকের এক পাশে গুলি লেগেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত কামরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কামরুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মো. শুকুর আলীর ছেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ