১৭ মে, ২০২২ ২২:৫৮

জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাকোইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই গ্রামে মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের আব্দুল ওয়াহেদ, শুভ হোসেন, আক্তার হোসেন, টুলু, নার্গিস খাতুন, তোরাব, পলক, মুরাদ, হারুন, পারুলা বেগম, মহিদুল ইসলাম ও রসুল হোসেনসহ ১৫ জন।

শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাকোইল গ্রামের মধ্যপাড়ার সাত্তারের সাথে একই গ্রামের রোজদার বিশ্বাসের বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে বিরোধপূর্ণ ওই জমিতে বেড়া দেয় রোজদার বিশ্বাস। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর