২৪ মে, ২০২২ ১৬:০৬

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বড় ভাইয়ের লাঠির
আঘাতে ছোট ভাই নিহত

রানা

বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে শ্যাওলা তোলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই মোহাম্মদ রানা (২৮) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ রানা আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, গত রবিবার দুপুরে আদমদীঘি সদর ইউনিয়নের কদমা গ্রামের পারিবারিক পুকুর থেকে থেকে শ্যাওলা উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারাপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই কোরবান হোসেনের লাঠির আঘাতে ছোট ভাই মোহাম্মদ রানা গুরুতর আহত হন। আহত মোহাম্মদ রানা স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী ক্লিনিকে নেয়।

এরপর সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টায় মারা যান।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর