ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে উসমান খান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বওলা ইউনিয়নের কোকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উসমান ওই গ্রামের কনু মিয়ার পুত্র ও বওলা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, উসমান আজ দুপুরে বাড়ির পাশে ফিশারীর পাড়ে মাছ ধরতে গিয়েছিল। পরে গাছের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারে তার হাত পড়লে সে বিদ্যুতের সাথে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ