বরিশাল ব্রজমোহন কলেজের (বিএম) মসজিদের গেটের সামনের একটি ভবনের মেস থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার আইনুন ভিলার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার মর্গে প্রেরণ করে পুলিশ।
মৃতের নাম সান-ই জাহান জুয়েনা (১৮)। সে সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে। আইনুন ভিলার চতুর্থ তলায় ৪০৪ নম্বর রুমে দেড় বছর ধরে ভাড়া থাকতো সে।
আইনুন ভিলার কেয়ারটেকার মর্জিনা বেগম বলেন, সন্ধ্যার পর মেয়েদের চিৎকার শুনে ৪র্থ তলায় গিয়ে দরজার উপর থেকে দেখতে পান রুমের মধ্যে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে ওই ছাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
আইনুন ভিলার মালিক আইনুন বেগম বলেন, প্রায় দেড় বছর ধরে ওই ছাত্রী তার বাসায় ভাড়া থাকতো। তবে কোনো সময় কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েনি।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম