বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনের বিরুদ্বে ঘুষ-দুর্নীতি, অশালীন আচরণ এবং অধীনস্থদের চাকরিচ্যুত করার হুমকির প্রতিবাদ জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা। আজ উপজেলার মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মী কর্মবিরতি ও সমাবেশ কর্মসূচি পালন করে।
সকাল ৯ টা থেকে ১৭ টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার এবং স্বাস্থ্য সহকারীরা বেতাগী উপজেলা হাসপাতাল চত্তরে কর্মবিরতি কর্মসূচি শুরু করেন। এসময় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা মহিলা ও শিশুরা ভোগান্তিতে পড়ে। কর্মবিরতি চলাকালীন বেলা সাড়ে ১১টায় বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হুমাউন শাহিন খান বেতাগী হাসপাতালে এসে কর্মবিরতিতে অংশগ্রহণকারী এবং অভিযুক্ত স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার সাথে কথা বলেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আ. কুদ্দুস রিপনসহ সকলে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুনের অপসারণসহ তার বিরুদ্বে আনা অভিযোগের তদন্ত দাবি করেন।
বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হুমাউন শাহিন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি স্বাস্থ্যকর্মীদের অভিযোগ শুনেছি। তারা কর্মবিরতি করেছে যে দাবিতে আমি সে বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম বলেন, পরিচালক (স্বাস্থ্য) বরিশাল বিভাগকে অভিযোগের বিষয় খোঁজ নিতে বলা হয়েছে। তিনি সরেজমিনে গিয়ে খোঁজ নিবেন।
বিডি প্রতিদিন/হিমেল