নাটোরের বাগাতিপাড়ায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসার মোহাম্মাদ আলী’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি র্যালি উপজেলা চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর মেয়র অধ্যক্ষ শরিফুল ইসলাম লেলিন, এসিল্যান্ড নিশাত আনজুম অন্য প্রমুখ। শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণে আয়োজিত এ মেলায় ১০ টি স্টল রয়েছে। এছাড়াও দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল