গোপালগঞ্জ শহরের ডিসি রোডের স্বর্ণপট্টি এলাকার চন্দ্রিমা জুয়েলার্সের গ্রিল কেটে প্রায় ২০০ ভরি স্বর্ণের গহনা চুরির অভিযোগ উঠেছে। যার দাম অন্তত দেড় কোটি টাকা।
চন্দ্রিমা জুয়েলার্সের মালিক গোবিন্দ রায় গণমাধ্যমকে জানান, শনিবার দিবাগত রাতে দোকানের পেছন দিকের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরের দল। এরপর কলাপসিবল গেটের তালা ভেঙে গহনা রাখার ঘরে ঢুকে আলমারি ও সিন্দুক ভেঙে দেড়শ’ থেকে ২০০ ভরি সোনার গহনা এবং নগদ দুই লাখ টাকা নিয়ে যায় চোরেরা। এসময় দোকানে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্কটিও খুলে নিয়ে যায় তারা।
পরদিন সকালে দোকান খুলতে গিয়ে এ অবস্থা দেখতে পান দোকানের মালিক ও কর্মীরা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শীতল চন্দ্র পাল জানান, চুরির ঘটনার বিষয়ে এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশ। কি পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, স্টক তালিকা পেলে তা জানা যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত