ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা ও নবজাতের স্বাস্থ্য সেবা উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউএসএআইডি ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে চিকিৎসক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ পরিবার পরিকল্পনা কর্মীরা অংশ নেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মাহমুদ।
সভায় সেভ দ্য চিলড্রেনের মা-মানি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়কারী মো. ফিরোজ কবির ও ফিরোজ আল মোজাহিদ, ম্যানেজার মনিটরিং অ্যান্ড ইভালিয়েশন তথ্যমূলক বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, হাসপাতালে গর্ভবতী মায়ের রেজিস্ট্রেশন বাড়াতে হবে। হোম ডেলিভারি হ্রাস করে প্রাতিষ্ঠানিক ডেলিভারির ব্যাপারে উৎসাহিত করতে হবে। মায়েদের স্থানীয় হাসপাতালে সেবা পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। অনাকাঙ্ক্ষিত মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর বিষয়ে স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই