নেত্রকোনায় গ্রামীণ পর্যায়ে নারী ও কন্যা শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শিবগঞ্জ সড়কের বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর কার্যালয়ের ড্রিম সেন্টারে আলোচনা সভার আয়োজন করে প্রকল্পের আওতায় উপজেলা নেটওয়ার্ক।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাবলম্বীর উদ্যোগে সভায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রুপের লিডাররা অংশ নেন। এছাড়াও পুলিশ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন এবং কী কারণে সমাজে নারী শিশুদের ওপর বর্বরোচিত নির্যাতন এবং নানা অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণগুলো তুলে ধরে সভায় বিশদ আলোচনা করেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, মডেল থানার নারী শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জাহানারা আক্তার।
সভায় নেটওয়ার্কের সদর উপজেলা সভাপতি নুরজাহান আক্তারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন স্বাবলম্বীর কর্মসূচি পরিচালক লেখক স্বপন পাল, আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ আহমেদ জয়নাল, নেটওয়ার্ক সমন্বয়কারী এস এম রেজাউল হক মামুন ও মো. আলমগীর প্রমুখ।
এসময় বক্তারা শুধুমাত্র নারী শিশু নয়, সকল মানুষের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করতে পরিবারের ভূমিকার ওপর জোর দেন।
তারা বলেন, পারিবারিকভাবে একজন মানুষ সচেতন হয়ে উঠলে সমাজে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। পাশাপাশি অন্যের অধিকার সম্পর্কেও শ্রদ্ধাশীল হয়ে উঠবে। কারণ পরিবারগুলোর সমন্বয়েই একটি সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। এজন্যই পারিবারিকভাবে নারী-শিশুকে সমানতালে শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি ছেলেমেয়ে উভয়কেই সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/এমআই