কৃষকের গোয়াল ঘরের লোহার গ্রিল কেটে ৪টি শাহিওয়াল জাতের গরু চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশিপুর গ্রামের তালপাড়ায় এই চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গরুর আনুমানিক মুল্য ৩ লক্ষাধিক টাকা দাবি করেন ওই কৃষক বাবুল হোসন।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে চোরেরা তুলশিপুর গ্রামের তালপাড়ার কৃষক মো. বাবুল হোসেনের বাড়ির গোয়ালঘরের লোহার গ্রীল কেটে গাভীসহ ৪টি শাহিওয়াল জাতের গরু চুরি করে নিয়ে যায়। অনেকের ধারণা চোরেরা গরুগুলো পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়। গরুর মালিক কৃষক মো. বাবুল হোসেন বিভিন্ন স্থানে গরুগুলোর সন্ধান করেও কোন হদিস পাননি।
পুনট্টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. নুর-এ কামাল চুরির ঘটনা অবগত হয়ে গরুর মালিককে আইনী পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/এএ