দিনাজপুরের পার্বতীপুরে জমি চাষের সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাসেল বাবু (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পার্বতীপুরের হরিরামপুর ইউপির বেলঘাট সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাসেল বাবু পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পার্বতীপুরের মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল হক জানান, রফিকুল ইসলামের ভাই আজিজুল ইসলাম তার ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যাচ্ছিলেন। এসময় ট্রাক্টরে চড়ার বায়না ধরে তার ভাতিজা শিশু রাসেল বাবু।
ফলে চাচা আজিজুল ইসলাম ভাতিজা রাসেল বাবুকে ট্রাক্টরে সঙ্গে নিয়ে জমি চাষাবাদ করতে যান। জমিতে চাষাবাদের একপর্যায়ে ট্রাক্টরের ঝাকুনিতে রাসেল বাবু ট্রাক্টর থেকে চাকার নিচে পড়ে যায়। এতে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই