”মুজিববর্ষে মোদের পণ, জনবান্ধব নিবন্ধন”এই স্লোগানে জেলার বাগাতিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকালে ভূমি নিবন্ধন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাব-রেজিস্ট্রার মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সাব-রেজিস্ট্রার রিজওয়ান আলমগীর। রিসোর্স পার্সন হিসেবে থেকে সহকারী কমিশনার (ভূমি ) নিশাত আনজুম অনন্যা ভূমি নিবন্ধন আইন বিষয়ে দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষে সম্মুখ ধারণা প্রদান করেন। অন্যান্যর মধ্যে ছিলেন লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানা, জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের প্রধান সহকারি মুহাম্মদ আলমগীর ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা উপজেলার সকল দলিল লেখক, নকল নবীশ, ওই দপ্তরের স্থায়ী কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ