জয়পুরহাট পৌরসভায় দু’দফা প্রবল ঝড়-বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে মোট ৫০ বান্ডিল ঢেউটিন ও দেড় লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে জয়পুরহাট পৌর মিলনায়তনে জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা আরাফাত হোসেন, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু প্রমূখ।
আলোচনা সভা শেষে পৌর এলাকায় ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩ হাজার টাকার চেক ও ১ বান্ডিল ঢেউটিন প্রদান করেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। এই অনুদানের মোট পরিমান দেড় লাখ টাকা ও ৫০ বান্ডিল ঢেউটিন। এই ত্রাণ বিতরণকালে কাউন্সিলরগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল