‘জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই শ্লোগানে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও সপ্তাহব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ২০২২ শুরু হয়েছে।
বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্বোধনী র্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।
এ সময় জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. বশির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মো. আরিফুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী র্যালিটি জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. বশির উদ্দিনের নেতৃত্বে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জন্য ৪ হাজার ৯২৭ জন গণনাকারী, ৮২৯ জন সুপারভাইজার, ৪৭ জন জোনাল অফিসার, ৭ জন উপজেলা জনশুমারি সমন্বয়কারী ও দুজন জেলা জনশুমারি সমন্বয়কারী কাজ করছে। ১৫ জুন সকাল ৮টা থেকে ২১ জুন রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/এমআই