টাঙ্গাইলের ১২টি উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২য় ধাপে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য বিতরণ শুরু হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলায় ঘারিন্দা ইউনিয়নের ঘারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, ২য় পর্যায়ে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার ভোজ্যতেল তেল পাবেন। এই তিনটি আইটেম ৪৬০ টাকা দিয়ে কিনতে পারবেন। এর মধ্যে ৪৩০ টাকা ডিলার সরকারের কাছে জমা দিবে। আর ৩০ টাকা ডিলারের লাভ থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল