২৬ জুন, ২০২২ ১৬:০৭

বেনাপোলে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

বেনাপোল বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার মামলার প্রধান আসামি হাকিম (৫০) ও তার সহযোগী আসানুরকে (২৬) আটক করেছে যশোর র‌্যাব-৬। আজ রবিবার ভোরে তাদের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।

আটক হাকিম শার্শার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের রশিদের ছেলে।

এর আগে গত ২১ জুন মঙ্গলবার রাত ১০টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর বাবলু বালুন্ডা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মুখোশধারী হাকিমসহ তার সহযোগীরা বোমা মেরে ও পরে কুপিয়ে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ললিতাবাড়ী এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে বলে জানান নাজিউর রহমান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর