৩ জুলাই, ২০২২ ১৯:০২

ভৈরবে গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরবে গাঁজাসহ আটক ২

প্রতীকী ছবি

কাভার্ড ভ্যানের ছাউনির বক্সে গাঁজা লুকিয়ে রেখেও রেহায় মিলেনি। র‌্যাবের জালে আটকা পড়ে উদ্ধার হয়েছে ৩০ কেজি গাঁজা। গ্রেফতার করা হয়েছে দুজনকে। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবের।
 
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোরে র‌্যাবের একটি দল ভৈরবপুর উত্তরপাড়ায় নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে এর কেভিনের হুড এর ওপর ছাউনির বক্সের ভিতরে রাখা ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার করা হয় দুজনকে। তারা হলেন পাবনা জেলা সদরের পুরাতন ভাঙ্গা বাড়িয়া গ্রামের তয়নের ছেলে আনারুল মিয়া (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তালপট্টি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বরকত মিয়া (৩৫)। তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকাও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর