“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও মাছের পোনা অবমুক্তকরনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উলক্ষ্যে রবিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা আঞ্চলিক হ্যাচারী মালিক সমিতির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা, জাতীয় মৎস্য সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। 
আলোচনা সভা শেষে ৫ জন মৎস্যচাষীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এরপর সাতক্ষীরা শহরের পৌর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
 
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        